ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। আসন্ন দুর্গা পুজা উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স ডিলসেডে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সনাতন ধর্ম অনেক পুরাতন ধর্ম। এটি ভারত বর্ষ থেকে এসেছে। আমরা আশাকরি এ বছর ভাল ভাবে দুর্গা উদযাপন করতে পারবো। পুজার তিনটি ধাপ রয়েছে। প্রাক প্রস্তুতি, পুজা ও বিসর্জন। এ বছর আনসার ও পুলিশ স্থায়ী ভাবে পুজা মন্ডপে থাকবে না। তবে মোবাইল টিম মনিটরিং করবে। পূজা মন্ডপ কমিটির দায়িত্ব থাকবে স্বেচ্ছাসেবক টিম গঠন করে নিরাপত্তার ব্যবস্থা করা। যারা স্বেচ্ছাসেবক থাকবে তাদের নামের তালিকা করে স্বস্ব থানার অফিসার ইনর্চাজ কে দিতে হবে। তারা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দিবে পুজা মন্ডপে কিভাবে দায়িত্ব পালন করবে।পুজামন্ডপ গুলোতে বিরক্তির উদ্যেগ সৃস্টি যেন আমরা না করি। যখন মাইক বাজানোর প্রয়োজন তখন মাইক বাজাবেন। পুজা কালীন দায়িত্ব পালনের জন্য কয়েকটি টিম গঠন করে ক্লাস্টার করে দেয়া হবে কে কখন কোন মন্দিরে দায়িত্ব পালন করবে।পুজা মন্ডপে দুটি রেজিস্টার খাতা রাখবেন। আমরা যখন যাবো তখ সেই খাতায় স্বাক্ষর করবো।যে পুলিশ অফিসারের দায়িত্ব সে মন্পে গিয়ে স্বাক্ষর করবে। পুজা মন্ডপে লোক সমাগম কমাতে হবে।করোনা এখনো যায়নি। তাই হাত ধুয়ার ব্যবস্হা রাখতে হবে।মাক্স ব্যাতিত কেউ পুজামন্ডপে যেন প্রবেশ না করে।আমরা দীর্ঘ দিন করোনার মাঝে কাটিয়েছি।পুজা চলাকালে শহরের যানজট নিরস করা হবে।সম্প্রীতি যে নস্ট করতে আসবে তাকে কোনো ভাবে আমরা বরখাস্ত করবো না। পুজা মন্ডপে এমন কোনো কথা বলবেন তাতে অন্য ধর্মের উপর আঘাত হানে।
তিনি আরো বলেন, আযানের সময় মাইক বন্ধ রাখতে হব। রাত ১১ টার মধ্য পুজা মন্ডপের কার্যক্রম বন্ধ করতে হবে।পুরোহিতগন সকাল বেলা একা মন্ডপে প্রবেস যেন না করেন।বিসর্জনের দিন বিকালের মধ্যে যেন প্রতিমা বিসর্জন করা হয়।কোনো ভাবেই মাদক সেবন করা যাবেনা। সাউন্ড সিস্টেমের শব্দ যেন মন্ডপের বাইরে না আসে। প্রতি ১০ টি পুজা মন্ডপের জন্য আনসারের ১ টি মোবাইল টিম থাকবে।প্রতিটি পুজা মন্ডপে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নজরদারি থাকবে।গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশ পুজা মন্ডপে নিয়োগ দেয়া যেতে পারে। বিদ্যুতের বাড়তি ব্যবস্হা করতে হবে।নারী দর্শনার্থীদের জন্য নারী স্বেচ্ছাসেবক থাকতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর এ এস পি সার্কেল আসিফ মহিউদ্দিন, হাজিগঞ্জ এ এস পি সার্কল সোহেল মাহমুদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, এন এস আই ডিডি শাহ আরমান, র্যাব ১১ এর সিদ্দিকুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম দিদারুল আলম, চাঁদপুর ফায়ার সার্ভিসে কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, হিন্দু বৌদ্ধ খিস্ট্রানঐক্য পরিষদের সভাপতি অ্যাড বিনয় ভুষণ মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভুষন মজুমদার তাফু, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিকিশোর কুমার ঘোষ, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদেরসাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেষ শর্মা, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার দে,হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, হাজীগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রুহিদাস বনিক, পৌর কমিউনিটি পুলিশ সভাপতি শেখ মনির হোসেন বাবুল প্রমুখ
Leave a Reply