ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের চরণামৃত অপূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম এর সাবেক অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রথম প্রয়ান দিবস উপলক্ষে শ্রীশ্রী অখন্ড সংহিতা পাঠ, সমবেত উপাসনা, স্মৃতিচারন সভা, ব্রহ্মগায়ত্রী জপ ও নীরব মহানাম যপযজ্ঞকরা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ সেপ্টেস্বর সকাল ১১টায় বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠন ও পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম এর সেবক সেবিকাদের আয়োজনে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মৃতিচারন সভায় চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে ও অযাচক আশ্রমের বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, হরিবলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, রেলওয়ে কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মাহমুদা খানম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সতর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথারন সম্পাদক লক্ষণ চন্ত্র সূত্রধর, বিমল চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হোপাল সাহা, বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনের সভাপতি কপন সরকার, জেলা অখন্ড সংগঠনের সাধারন সম্পাদক গৌতম সাহা, সহ সভাপতি মনকুসার দাস, রনজিৎ সাহা, অরুন ঘোষ, অঞ্জন কুমার দাস, অধ্যাপক রাধেশ্যাম কুড়ি ও ডাক্তার মিলন সরকার।
সকল অনুষ্ঠানমালা শেষে আশ্রমে আগত সকল ভক্তবৃন্তের মাঝে প্সিাদ;বিতরণ করা হয়।
Leave a Reply