ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণপূর্বক নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর পৌর এলাকার ওয়ালেছ এলাকায় নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আজ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ওনার জন্ম না হলে বাংলাদেশ হয়তো স্বাথীনতার ৫০ বছরে এসেও অনেক পিছিয়ে থাকতো। জননেত্রী দেশের সকল মানুষের কল্যানে কাজ করে আসছেন বলেই আজকে দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। তিনি তেশের সবলের জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করারর লক্ষে কাজ করছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৫তম জন্মদিন সারাদেশে প্রায় ৮০ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় অনেক উন্নত বিষোবর চাইতেও বাংলাদেশ মহামারি করোনাকালেও দেশের মানুষ ভাল ছিল। নেত্রী দেশের সকল মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। জেলা আওয়ামীলীগ এর পূর্বেও অনেক গৃহহীনকে গৃহ নিমর্ান করে দিয়েছে। আজ প্রেসক্লাবের পিয়ন শফিকের জরাজীর্ন ঘরটিকে ভেঙ্গে পুরোপুরি নতুন করে নির্মাণ করে দেওয়া হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রব ভূঁইয়া, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগদিী ইউনিয়নের চেয়রেম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর কাউন্সিলর আলমগীর গাজী।
Leave a Reply