ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মিলাদ মাহফিল দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামীরীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন।
মিলাদ মাহফিলের শুরুতেই প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে কেক কাটায় অংশ নেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল সহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, জসিম উদ্দিন রাসেল, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক সফিক গাজী, আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম শাওন, সদস্য আবু সায়েম প্রমূখ।
Leave a Reply