ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবার বড় চালানসহ চান্দ্রা ইউনিয়ন থেকে ২ জন আটক হয়েছে। ৬ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চান্দ্রার বিল্লালের মাছের হ্যাচারি থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ আব্দুছ ছালাম, এএসআই মিজানুর রহমান অভিযান পরিচালনা করে চাঁদপুর মডেল থানার চান্দ্রা চৌরাস্তা সংলগ্ন বিল্লাল খাঁর মাছের হ্যাচারীর পূর্ব পার্শ্বে মেশিন ঘরের পাশ থেকে মাদক কারবারি মনু মিয়ার ছেলে মোঃ শাহাদাত গাজী (২৬) ও মুক্তার আহম্মদ মিজির ছেলে মোঃ জহির মিজি (৩৪) কে ৫ শ পিস ইয়াবাসহ আটক করা করে।
এর পূর্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪শ` পিস ইয়াবাসহ জহির মিয়াজিকে করে ছিল। জামিনে এসে ২১ সেপ্টেম্বর জহির মিয়াজি চাঁদপুর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম দিদারুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে।
Leave a Reply