চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা বিএনপির অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপির ধারাবাহিক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জে এম সেনগুপ্ত রোডস্থ মনিরা ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহ কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
এসময় তিনি বলেন,বিএনপি একটি সু-সংগঠিত সাংগঠনিক দল। এ দলে বিসৃঙ্খলার জায়গা নেই। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা যেনো না থাকে। এ জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন,দেশের মানুষ বিএনপির সাথে আছে। মানুষ এখন সরকার পতনের অপেক্ষায় আছে। আগামী ২৩ অক্টোবর বিএনপির সম্মেলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ারা বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জালাল মিশনসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
Leave a Reply