হোসেন গাজী ।। চাঁদপুরে হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সময় ৮ জেলেকে আটক, ২টি ইঞ্চিন চালিত নৌকা ও ১০ হাজার মিটির কারেন্ট জাল জব্দ করে।
শনিবার ৮ অক্টোবর ভোরে হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল দোকান ঘর ও বাঁশগিুর চরে অভিযান চালিয়ে আশিকাটি ইউনিয়নের মোঃ হাবিব গাজী (২৮), উত্তর শ্রীরামদি এলাকার জাকির শরীফ (২৪), মোঃ নবীন হোসেন (২৭), রাজিব মিুজ (২০), পারভেজ মিজি (২২), বাঁশগিরি চর এলাকার মোঃ হানিফ দেওয়ান (৪২), ইদ্রিস আলী (২৫) ও দোকান ঘর এলাকার কবির বেপারী (৪৫) কে আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply