চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ি মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের সময় ৫ জেলেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ ৫ জেলেকে আটক করেছে।
রোববার ১০ অক্টোবর ভোরে হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি হানারচর ইউনিয়নের ম্নো নদীতে অভিযচাল চালিয়ে টিম মজু ঢালী (৫০), নাছির সৈয়াল (৪৫), মােঃ সানাউল্লাহ আকন (৫০), মােঃ তাজুল ইসলাম (৪০) ছৈয়াল ও মােঃ মিন্টু চকিদার (৩২) কে ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ আটক করে।
পুলিশ আকটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করে।
Leave a Reply