হোসেন গাজী ।। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের নৌকা মাঝি হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।
মঙ্গলবার (১২ নভেম্বর) ধানমন্ডি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয কার্যালয় থেকে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারীর নৌকা প্রতিক দিয়ে নির্বাচনের জন্য তার নাম ঘোষনা করা হয়।
আওয়ামী লীগের তৃণমুল বাচাই পর্বে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা নাম মনোনিত করে কেন্দ্রে সিভি পাঠান। এর মধ্য সিভি যাচাই বাচাই করে নৌকার মাঝি হিসেবে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী মনোনিত করেন।
সাবেক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী বলেন, আমাকে চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি কে অসংখ্য ধনবাদ।
Leave a Reply