ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শরতকালের অকাল বোধন দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ। শারদীয় দূর্গোৎসবের মহা সপ্তমী বিবাহিত পূজার দিন সকালে অফিসার ইনচার্জ আব্দুর রশিদ দুর্গাপুজার মন্ডপ পরিদর্শন করে পূজার আয়োজন কমিটির সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি মণ্ডপগুলোতে রাখা রেজিস্ট্রি খাতায় স্বাক্ষর করেন। আব্দুর রশিদ জানান পূজামণ্ডপ গুলোতে পূজা চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় চাঁদপুর মডেল থানা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর সদর উপজেলার ৩৪ টি পূজা মণ্ডপের জন্য চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যদের দিয়ে দশটি মোবাইল টিম গঠন করা হয়েছে। একেকটি মোবাইল টিম ৩/৪টি পূজামণ্ডপে দায়িত্ব কর্তব্য পালন করছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ধর্ম যার যার রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসন কাজ করর যাচ্ছে।শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসব, আর এই উৎসবে উৎসবে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশ-প্রশাসন কড়া নজরদারি রেখেছে।
তিনি কালিবাড়ি মন্দির, রাম কৃষ্ণ আশ্রম, গোপাল জিউর আখড়া সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। কালিবাড়ি মন্দির পরিদর্শন কালে উপস্থিতি ছিলেন রতন মিত্র, সুভাষ সাহা, অজয় মজুমদার সহ আরো অনেকে।
Leave a Reply