অভিজিত রায় ।। আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন নির্বাচনে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে অনুষ্ঠিত হবে। রোববার ( ১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা নির্বাচন অফিসে মোট ৪৭২ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
৮নং বাগাদী ইউনিয়ন থেকে মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন, সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন। আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন গাজী বিল্লাল, আন্দোলনের প্রার্থী নেয়ামত উল্লা, স্বতন্ত্র প্রার্থী বরকত উল্লা খান, মানিক মিয়া ও জার্কের পার্টির প্রার্থী মুনছুর বেপারী।
সাধারন (পুরুষ) প্রার্থি ৩৭ জন ও সংরক্ষিত (মহিলা) প্রার্থি ৮ জন।
৬নং মৈশাদী ইউনিয়ন থেকে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৭জন। আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম, আন্দোলনের প্রার্থী মোঃ আজহারুল ইসলাস, স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান ও আবু জাফর মোঃ ছালহে। সাধারন (পুরুষ) প্রার্থি ৪০ জন ও সংরক্ষিত (মহিলা) প্রার্থি ৭ জন।
১নং বিষ্ণুপুর ইউনিয়ন থেকে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সাধারণ সদস্য ২৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন খান শামিম, ইসলামী আন্দোলনের অজি উল্লাহ সরকার, স্বতন্ত্র মোহাম্মদ জিয়াউর রহমান, খোরশেদ আলম।
২নং আশিকাটি ইউনিয়ন থেকে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬জন। আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুদ গাজী, স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান, জাফর আহসেদ খান, নয়ন চন্ত্র দাস ও সাইফুল ইসলাম। সাধারন (পুরুষ) প্রার্থি ৪১ জন ও সংরক্ষিত (মহিলা) প্রার্থি ৬ জন।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬জন, সাধারণ সদস্য ৩৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক, আবুল হাশেম রুশদী, মোঃ ফারুক হোসেন বেপারী ও ইসলামি আন্দোলনের শাহ জামান গাজী।
৫নং রামুপুর ইউনিয়ন থেকে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন, সাধারণ সদস্য ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, স্বতন্ত্র হিসেবে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত রেজওয়ান, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ারি মোঃ ইকবাল হোসেন পলাশ, মোঃ দিদার হোসনে, বাংলাদেশ ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখার মোঃ আলতাফ হোসেন।
৭নং তরপুরচন্ডী ইউনিয়ন থেকে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন, সাধারণ সদস্য ৩০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ মারুফ সর্দার, স্বতন্ত্র মোহাম্মদ আলম খান।
৯নং বালিয়া ইউনিয়ন থেকে মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭জন, সাধারণ সদস্য ৩০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক উল্লাহ পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোহাম্মদ নূরউদ্দিন খান, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজী মোহাম্মদ মাসুদ রায়হান,মোঃ জাহাঙ্গীর হোসেন তরফদার, হাফিজুর রহমান, মোঃ কামরুল হাসান খান।
১২নং চান্দ্রা ইউনিয়ন থেকে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু। স্বতন্ত্রী প্রার্থী নাছির গাজী।
১৩নং হানারচর ইউনিয়ন থেকে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন, সাধারণ সদস্য ২৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬জন। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুকবুল মিয়াজী। স্বতন্ত্রী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের চাঁদপুরের ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
Leave a Reply