প্রান্তিক দাস ।। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া প্রত্যাশী গ্রামে অটো চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক সট সার্কিটে এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। নিহতের পরিবাবের লোকজন হাসপাতাল থেকে জোড়পূর্বক লাশ নিয়ে পালিয়ে যায়।
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া প্রত্যাশী গ্রামের বেপারী বাড়ির দুলাল বেপারীর ছেলে ব্যাটারী চালিত অটোবাইক চালক আরিফ হোসেন বেপারী (২৭) গ্যারেজে গিয়ে অটোবাইক চার্জ দেয়। কিছু সময় পর চার্জের বৈদ্যুতিক লাইন খুলতে গেলে অসাবধানতার কারণে বিদ্যুতের তারে জড়িয়ে পরে। গ্যারেজের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুপুর সোয়া দু টায় কর্তব্যরত চিকিৎসক আরিফ কে মৃত ঘোষণা করে। মৃত্যুর পর আরিফের পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপপক্ষের অনুমতি ছাড়াই হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যায়।
Leave a Reply