চাঁদপুর প্রতিনিধ ।। দ্বিতীয়ধাপে চাঁদপুর সদর উপজেলার নির্বাচনে ৫নং রামপুর ইউনিয়ন ও ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের প্রতিদ্বন্দী প্রার্থি না থাকায় বিনাপ্রতিদ্বন্দীতায় পুনরায় চেয়ারম্যান হতে যাচ্ছে আল মামুন পাটওয়ারী ও ঈমাম হাসান রাসেল গাজী।
২৬ অক্টোবর মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫নং রামুপুর ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থির মধ্য থেকে ৪ জন প্রার্থি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ৪ প্রার্থি তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের দলীয় প্রার্থি আল মামুন পাটওয়ারীর বিনাপ্রতিদ্বন্দীতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে। প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র হিসেবে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বারাকাত রেজওয়ান, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ারি মোঃ ইকবাল হোসেন পলাশ, মোঃ দিদার হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখার মোঃ আলতাফ হোসেন।
অন্যদিকে ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ মারুফ সর্দার, স্বতন্ত্র মোহাম্মদ আলম খান তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ২ জন প্রার্থি তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের দলীয় প্রার্থি ইমাম হাসান রাসেল গাজী বিনাপ্রতিদ্বন্দীতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছে।
Leave a Reply