চাঁদপুর প্রতিনিধি ।। এক সময়ে কর্মক্ষম মানুষটি বয়সের ভারে আজ বিছানায়। চাঁদপুর পুরানবাজারের শ্রীরামদী এলাকার বাসিন্দা ইদ্রিস গাজী (৮২) ।কাজ করতেন একটি জুট মিলে। কিন্তু শারিরীক দুরস্থার জন্য তাঁর আর কাজ করা হয়ে উঠছে না। এখন তিনি নারায়ণগঞ্জে জীবন-মৃত্যুর সন্ধীক্ষণে ১টি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
অশ্রুসিক্ত নয়নে এসব কথা জানাচ্ছিলেন তাঁর ছেলে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজী। গেলো ২০০৪ সালে আর্থিক সঙ্কটে আম্মা আজিমুন্নেসাকে চিকিৎসা করাতে না পারায় তিনি আমাদের ছেড়ে গেছেন। এখন আব্বা ইদ্রিস গাজী ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। তাঁর দু পা এবং ১ হাত ইতিমধ্যে অবশ হয়ে গেছে। এখন উন্নত চিকিৎসাই পারে আব্বাকে সুস্থ্য করে দিতে। আমরা ৪ ভাই হলেও সবাই অসহায়। তাই অনেকে এই দুঃসময়ে মানবিক সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আব্বাকে বাঁচাতে আরও অনেক অর্থের প্রয়োজন। সেজন্য আমি করজোড়ে আব্বাকে বাঁচাতে জেলা প্রশাসক, রাজনৈতিক মহল ও সুধীজনদের সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply