ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। পরিবহন ধর্মঘটের কারনে কক্সবাজারে আটকে পরা পর্যটকদের বিনা ভাড়ায় বাড়ি ফিরতে বাংলাদেশ পুলিশের নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ।
৬ নভেম্বর শনিবার কক্সবাজার জেলা পুলিশের ফেসবুক পেইজে এ বিষয়ে অবগত করে জনস্বার্থে একটি পোস্ট করা হয়।
ফেজবুক পেইজের পোস্টটি তুলে ধরা হয়: পর্যটন শহর কক্সবাজারে দেশের বিভিন্ন জেলা হতে আগত যে সকল পর্যটকগণ বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না। তাদের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় নিজস্ব পরিবহনে কোন প্রকার ভাড়া ছাড়া চট্টগ্রাম জেলায় পৌঁছে দেওয়া হবে।
আপনাদের পরিচিত যে সমস্ত পর্যটকগণ কক্সবাজার-এ আটকে পড়েছেন তাদের কে পুলিশ লাইন্স, কক্সবাজার এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। অনুরোধক্রমে
পুলিশ সুপার, কক্সবাজার।
Leave a Reply