চাঁদপুর প্রতিনিধি ।। যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের উদ্দ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর বুধবার রাত ১২টার পরে শহরের বড় স্টেশন এলাকায় জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করে
জেলা যু্বলীগের সভাপতি মিজানুর কালু ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আমরা দল করি জাতির জনকের আদর্শের কথা বলি, প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা বলি। কিন্তু কিছু লোক দলের মধ্যে বিভাজন করে দলকে দ্বিধাবিভক্ত করে নেতাকর্মীকে বিভক্ত করছে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। আগামীকাল ইউপি নির্বাচন প্রত্যেকে আমরা নৌকা মার্কার প্রার্থির জন্য কাজ করবেন ও জয়ী করে ঘরে ফিরবেন।
যুবলীগের চেয়ারম্যন বলেছেন যুবলীগ হবে মাদক, দূর্নিতী মুক্ত একটি সুসংগঠিত দল। কেন্ত্রীর নেতৃবেৃন্দের দিক নির্দেশনায় আমরা প্রত্যেকে কাজ করে যাবে।
জেলা যুবলীগের সদস্য অরুপ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দ মোস্তফা কামাল, জাহঙ্গীর প্রধানীয়া, ঢালী সুক্কুর, কামরুজ্জামন লিটন, তলব দক্ষিণ উপজেলার নেতৃবৃন্দ জাহাঙ্গীর হোসেন, ইমরান খান জনি, আতাউর রহমান বাবু, হাবিব মিজি, আতাউর রহমান বাবু, মনির বকাউল, উজ্জল তপাদার, বিপ্লব সরকার, সোহেল খান ও রহমান মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply