ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। জয়পুরহাটে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকালে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা এর সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান (রকেট), সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসক) মোঃ তরিকুল ইসলাম, জেলা পিপি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল
জনাব , , বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব এস এম , চেয়ারম্যান, জয়পুরহাট, জনাব, , জনাব , বিজ্ঞ পিপি ও সভাপতি, জয়পুরহাট জেলা প্রেসক্লাব, জনাব এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, বিজ্ঞ জিপি, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব
নন্দলাল পার্শী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব আলম মোরশেদুল লেবু প্রমূখ।
Leave a Reply