ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। বগুড়ায় আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি বালক-বালিকা প্রতিযোগিতা ২০২১ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম। তিনি তার বক্তব্য বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টিতে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিআইপি মোঃ মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রাগেবুল আহসান রিপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোট চারটি গ্রুপে বগুড়া জেলার বারোটি থানার বারোটি কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে বগুড়া সদর থানা বনাম গাবতলী থানা ও কাহালু থানা বনাম ধুনট থানা এর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সদর থানা ও কাহালু থানা কাবাডি দল বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয় কাবাডি খেলা উপভোগ করেন।
Leave a Reply