চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর থেকে ২৭৫ বস্তা চাল নিয়ে মুদাফফরগঞ্জে পৌঁছানোর কথা। সঠিক গন্তব্যে না পৌঁছে ট্রাকচালক পণ্য ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীর মাথায় হাত।
মুদাফফরগঞ্জ ব্যবসায়ী সুমন চন্দ্র পাল জানান, আমি রোশন অটো রাইস মিল, বাগাদী রোড,নতুন বাজার, চাঁদপুর হতে গতকাল আনুমানিক সকাল ১০ টায় ৪৫ মিনিটে ঢাকা মেট্রো- ট ১৩-২১৩৪ ট্রাকযোগে ২৭৫ বস্তা মুড়ির চাউল মুদাফফরগঞ্জে আমার নিজ গদিতে নেওয়ার জন্য ট্রাকে উত্তোলন করি। ট্রাকচালক আমার গন্তব্য স্থলে সময় মত না পেয়ে আমি ট্রাক ড্রাইভারকে, আমাকে দেওয়া মোবাইল নাম্বারে ০১৭৯৩১৫৭৭২৫ এবং ০১৮৩৭৪৫১৫৪৭ অনেক ফোন করার পরও আমার ফোনটি ধরে নাই। পরবর্তীতে আবার আমি উক্ত নাম্বারে ফোন দিলে ফোনটি রিসিভ করে বোগদাদ বাসের কন্টাকটার। তখন কন্টাকটার বলেন, যে আমি ফোনটি বাসের সিটে পেয়েছি। কেবা কাহারা ফেলে রেখে গেছে তা আমি বলতে পারিনা। আমি ফোনটি চাঁদপুর মডেল থানায় কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি।
সুমন চন্দ্র পাল আরো বলেন, এরপরে আমি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁজতে থাকি। আমি বঙ্গবন্ধু সড়কের মাথায় সিসিটিভির ফুটেজ দেখে বুঝতে পারলাম উক্ত ট্রাকটি চালসহ বস্তা বোঝাই ফরিদগঞ্জ রায়পুর সড়ক গাড়ীটি চলতে দেখা যায়। আমি উক্ত গাড়িতে করে আরো এরআগেও মালামাল নিয়েছি তখন কোনো সমস্যা হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৭৩৫ তারিখ ১৩/১১/২১ ইং সুমন চন্দ্র পাল ব্রেকিং রিপোর্ট ২৪ কে জানান ব্যবসার অবস্থা আমার বেশিভাল না। সর্বশেষে চালানটি আছে যদি আমি না পাই তাহলে আমার রাস্তায় বসে যেতে হবে।
Leave a Reply