ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক পদে এ কে এম দিদারুল আলমের যোগদান। নবাগত সহকারি পরিচালককে অধিদপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
৯ নভেম্বর চাঁদপুরে জেলা থেকে এ কে এম দিদারুল আলমকে হবিগঞ্জ জেলায় বদলী করা হয়। আজ ১৫ নভেম্বর সোমবার হবিগঞ্জের অফিসে তার কর্মদিবস।
গত ২০২০ সালের ৬ এপ্রিল চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক পদে এ কে এম দিদারুল আলমের মতো চৌকস কর্মকর্তা যোগদানের পর থেকে আস্তে আস্তে পাল্টে যেতে থাকে চাঁদপুরের পুরনো সব দৃশ্যপট।
যোগদানের পরপরই রেকর্ড পরিমান অভিযান, মামলা ও আসামী গ্রেফতার করে প্রশংসিত এবং আলোচিত হয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম।গত এক বছরে তার উদ্ধার কার্যক্রম এ যাবতকালে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি জব্দ তালিকায় রেকর্ড ভেঙ্গেছে কয়েক ডজন গুনেরও বেশি।
গত দুই বছরের মোট ১২৩৭ টি অভিযানে নিয়মিত মামলা ১০০ টি, মোবাইল কোর্টে মামলা ১৫৩ টি, সাধারণ ডায়েরী ৭টি, মোট মামলা ২৬০ টি, আসামী ২৬৫ জন, মোট ইয়াবা ৫৩৯৬,গাজা ৯০৩২ কেজি, ফেনসিডিল ৩২ বোতল, বিয়ার ১৪১ ক্যান, চোলাই মদ ২৩,৪০০ লিটার জব্দ করা হয়। এছাড়াও বিদেশী মদ, বোতল, মোটর সাইকেল, সিএনজি, মোবাইল ফোন, বুপ্রেনরফিন ইনজেকশন ও নগদ অর্থ জব্দ তালিকায় রয়েছে।
এ কে এম দিদারুল আলম চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৬৭৮ টি অভিযানে নিয়মিত মামলা ১৬৬ টি, মোবাইল কোর্টে মামলা ১৭২ টি, সাধারণ ডায়েরী ৮টি, মোট মামলা ৩৩৯ টি, আসামী ৪০,২৫৭, মোট ইয়াবা ৪৫৬৫৩,গাজা ৪৫,৫১ কেজি, ফেনসিডিল ১৭১ বোতল, বিয়ার ৫ ক্যান, চোলাই মদ ৪০ লিটার, ৪০০ মি.লি, বিদেশী মদ ৮ বোতল, মোটর সাইকেল ৩টি, সিএনজি ২টি, মোবাইল ফোন ২টি, বুপ্রেনরফিন ইনজেকশন ৪ এ্যাম্পুল, নগদ অর্থ ২,৪০,৭০০ টাকা জব্দ করা হয়।
Leave a Reply