ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। আগামী ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের আয়োজকের তালিকা ঘোষণা করেছে আজ।
আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছে।
এর আগে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার আয়োজক দেশের তালিকায় পাকিস্তানেরও থাকার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের নাম বাদ দেয় আইসিসি।
বাংলাদেশে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ।
Leave a Reply