চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তিনি চাঁদপুর মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ডিসিকে স্বাগত জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ। পুলিশের একটি টিম জেলা প্রশাসককে গার্ড অব অনার জানান ও সালাম প্রদর্শণ করে।
চাঁদপুরের জেলা প্রশাসক পরিদর্শনকালে মডেল থানার কম্পাউন্ড এলাকা, ডাইনিং, হাজতখানা, ব্যারাক, অস্ত্রাগার ও দাপ্তরিক কার্যক্রমাদি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত সুজন কান্তি বগুড়া, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী এবং পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ নুরুল আলম।
Leave a Reply