চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিসি ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা সহজীকরণ এবং ত্বরান্বিত করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি বাগাদী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসে রক্ষিত রেকর্ড এবং অন্যান্য নথিসমূহ হালনাগাদ আছে কিনা তা পরীক্ষা করেন। ভূমি অফিসে জনগণ যেন দ্রুত সেবা পায় সেজন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন। অতঃপর তিনি চাঁদপুর সদর উপজেলার রাজস্ব তহবিল হতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের মধ্যে ৪ টি ঘর প্রদান করেন।
এসময় চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ , সহকারী কমিশনার (ভূমি) সদর হেলাল চৌধুরী,
৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হ্রেসন গাজঅ বিল্লালসহ অন জনপ্রতিনিধিবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply