চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের কচুয়া উপজেলার বিশ্বরোড এলাকায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুইজন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বরোডের কড়ইয়া ডাক্তার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কচুয়া উপজেলার দোহাটি গ্রামের রাজকুমার মজুমদারের মেয়ে ঊর্মি মজুমদার উমা (২৪), নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাদ্দাম সোহেন (৩৫) ও কাদলা গ্রামের সরকার বাড়ির মো. রিফাত (২৪)।
আহতরা হলেন-অটোরিকশার যাত্রী বালিয়াতলি গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মো. ইব্রাহীম (২৫) ও নিশ্চিন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে অটোরিকশার চালক মনির হোসেন (৩০)।
Leave a Reply