চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ নভেম্বর রোববার সকাল ১১ টায় মাদ্রাসার মিলনায়তনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।তিনি বলেন, বাবা মায়ের আশা আমার একটি মেয়ে , একটি ছেলে ভাল লেখা পড়া করবে, ভাল একটি চাকুরি করবে। সবাই যে চাকুরি করবে তা না। তাদের ঞ্জান না জর্ন পূরনে তারা কাজ করবে। কেউ সরকারি চাকুরি করবে, সমাজ নেবা করতে পারবে। এক একজন এক একেক ভাবে চাকুরি করবে।মেয়েরা এখন অনেক অগ্রগামী হয়েছে। তারা কম্পিউটার থেকে শুরু করে সর্বক্ষেত্রে এগিয়ে গেছে।আজকে প্রতিটি ছেলে মেয়েরা প্রতিযোগিতা মুলক শিক্ষায় এগিয়ে যাচ্ছে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা জাতিকে দিবো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেখেছেন এ দেশের বাঙালিরা সু শিক্ষায় শিক্ষিত হয়েছে।আজকে আমাতের আনন্ত লাগে এত সুন্দর পরিবেশে আমরা শিক্ষা পাইনি। যারা ইসলামের নামে দেশ সাষন করেছে তারা ইসলামের নামে কিছু করেনির।তাই আসো আজকে আমরা সত্যিকার ইসলামকে ইসলামের পথে ধাবিত করি।নবীর পথে ধাবিত করি, তাহলেই ইসলাম কায়েম হবে।আল্লাহর সৃষ্টিকে কোনো দিন ঘৃনা করবেনা। প্রত্যেকটি মানুষকে ঘৃনা করবে না। অহংকার আনবে না, আল্লাহ অহংকার পছন্দ করবে না।এখন মানুষ হত্যা করে, মানুষকে ঘৃনা করে ,ইসলাম ধর্মে কখনো বলেনা বলে মানুষ ঘৃনা করো, মানুষকে হত্যা করো। ইসলাম হলো মানবতার ধর্ম।তোমরা ভাল থাকো ভালো ভাবে পরিক্ষা দাও এমাদরাসা্র সুনাম অক্ষুন্ন রাখো।
হাফেজ মোঃ হাবিব উল্যার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, রামপুর আদর্শ আলিম মাদা্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, হারুন হারুন হালদার, কবির হোসেন ভূইয়া, শিক্ষার্থী আঃ বাছিদ, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মোঃ তানভির হোসেন। সব শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন রামপুর আদর্শ আলিম মাদা্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। এবছর ৪০ জন শিক্ষার্থী এ মাদা্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।
Leave a Reply