চাঁদপুর প্রতিনিধি ।। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সম্মিলিত মানবাধিকার কমিশনের ব্যানারে চাঁদপুরে আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালবাড়ি শপথ চত্ত্বর মোড়ে আলোচনা সভা শেষে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত আলোচনায় ডাঃ শেখ মহসিনের সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ বিপ্লব সরকারের সঞ্চালনায় বক্তারা বলেন, মহান সৃর্ষ্টিকর্তা আমাদেরকে সৃর্ষ্টি করেছেন। আমরা মানবাধিকার কর্মীরা অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি। আমাদের মধ্যে কে হিন্দু কে মুসলিম এ ধরনের কোনো মন মানসিকতা নেই। মহান সৃষ্টিকর্তা বিশাল আকাশ যেমন সূর্য দিয়েছে, সে আলোয় সকল মানবের কলাণে কাজে লাগছে। সূর্যের আলো কোন হিন্দুর উপর পড়ে না কোন মুসলিমের উপর পড়ে না। সকল মানবজাতির উপর সূর্যের আলো পরে। তেমনি আমরা মানবাধিকার কর্মীরা সকল জাতি ভেদাভেদ ভুলে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছি।
কার্যক্রমে এমএম শফিকুর রহমান, আরিফুর রহমান সাগর, পারুল আক্তার, হেদায়েতুল্লাহ, জাহাঙ্গীর আলম, জহিরুদ্দিন নিশান, মোবারক গাজী, জাহাঙ্গীর গাজী, আরিফ হোসেন,মোজাম্মেল হোসেন, নবীন ভূঁইয়া, শাফায়াত হোসেন, আলামিন গাজী, মমিন হোসেনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply