চাঁদপুর প্রতিনিধি ।। এসো মিলি মুক্তির মোহনায় শ্লোগান এ শ্লোগানে চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিব জম্মশতবার্ষিকীকে সামনে রেখে মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরবের ৩০ বছর উদযাপিত হচ্ছে।
মেলার পঞ্চম দিনে গতকাল রবিবার সন্ধ্যায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রঙের ঢোলের শিল্পীরা।
টিম লিডার শুভ্র রক্ষিত ও ম্যানেজার রাজির চৌধুরীর পরিচালনায় সংগীত পরিবেশন করে শম্পা, মুন্না, রাজিব চৌধুরী ,ফয়সাল রশিদ শাওন, এম এইচ বাতেন, রাজিব, অন্তু, অনিক নন্দি।
রাতে বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কুমিল্লা বরুড়ার অর্ণিবান সংগীত একাডেমির শিল্পীরা। সংগঠনের অধ্যক্ষ সানাউল রাব্বির পরিচালনায় নৃত্য ও সঙ্গিত পরিবেশন করে অর্পিতা দে, বাধন চন্দ্র ভৌমিক, অপূর্ব সরকার, নিশিতা ভাওয়াল, পিতু সরকার, সোহানা দত্ত, সৌরভ ভৌমি, দিপা রানী নন্দী, পিতি সরকা, মিথিলা সরকার,পূজা সরকার, দিপক চন্দ্র বিশ্বাস, উপমা সরকার, ইন্দ্রনি রাউত রাই, অধরা রানী শীল, রূপান্তর, বাবুল সাহা, সবুজ সাহা, সুপ্তি সাহা, তিন্নি সরকার। অনুষ্ঠানের শুরুতে বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশিদ ক্রেস্ট প্রদান করে। সঞ্চালনা করেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার।
Leave a Reply