চাঁদপুর প্রতিনিধি ।। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুরের বাস্তবায়নে স্বল্প ব্যায়ে নতুন স্থানে নতুন নাটক এই প্রতিপাদ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার পরিবেশনায় অসমাপ্ত পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মঞ্চস্থ হয় নাটক “জাগরণ”।
নাটকটির রচনায় ছিলেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও নির্দেশনায় এ, কে, আজাদ, সহ নির্দেশনায় আফসানা আক্তার তন্নি। নাটক পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় তপন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল ও স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম,আর, ইসলাম বাবু।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মজিবুর রহমান দুলাল, মানিক পোদ্দার, আফসানা আক্তার তন্নি, পরিমল দাস নূপুর, তাসলিমা বেগম, এ,কে,আজাদ, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার ও তপন সরকার।
Leave a Reply