চাঁদপুর প্রতিনিধি ।। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অফিসে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল রাজধানীর কাকরাইলে অবস্থিত ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত এই হামলা চালায় বলে শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা অপূর্ব রায় গণমাধ্যমকে বলেন, বিকেল তিনটার দিকে অর্ধশতাধিক হামলাকারী মাস্ক, মুখোশ ও হেলমেট পরিহিত অবস্থায় অতর্কিত হামলা করে। এ সময় অফিসে থাকা ৪০টির বেশি ল্যাপটপ ও ভিডিও তৈরির যন্ত্রপাতি নিয়ে যায় তারা।
এছাড়া ৩০টির বেশি ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে অফিসে থাকা সবার মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। হামলার সময় তারা সেলিম খান ও জায়েদ খানকে খোঁজাখুঁজি করেন।
এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
Leave a Reply