“হে মুজিব”
(বকুল বড়ুয়া)
মুজিব তুমি জন্মেছিলে, স্বাধীনতা এনেদেবে বলে।
তোমার জন্যই স্বার্থক হয়েছি –
হয়েছি মোরা আজ বীরের জাতি, বীর বাঙ্গালী।
তুমিই মোদের প্রেরণা ছিলে, তোমাতেই খোঁজে পেতোম শান্তি।
যদি তোমার জন্মই না হতো –
হতো না এদেশ স্বাধীন।
আমরা পড়ে থাকতাম অন্যের ক্রীতদাসী হয়ে।
তাইতো হয়েছি আজ –
হয়েছি মোরা, কলঙ্কমুক্ত বীরের জাতি।
তুমি করে দিয়েছো এদেশ’কে স্বাধীন।
আজ হয়েছি মোরা স্বাধীন চেতা বাঙ্গালী।
তোমার জন্ম হয়েছে বলেই, এদেশ হয়েছে স্বাধীন।
তোমার ডাকেই কোটি বাঙ্গালী –
এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন-
স্বাধীনতার লাল সূর্য এনেদেবে বলে-
দিয়েছিল বুকের তাজা রক্ত।
তোমার ডাকেই হাজারো পুলিশ হাতে তোলে নিয়েছিল অস্ত্র।
লক্ষ প্রাণের ত্যাগে পেয়েছি মোরা একটি লাল সবুজের সোনার বাংলাদেশ।
মুজিব তুমি যেখানেই থেকো-
আমরা তোমার জন্য দুহাত তোলে আজীবন করবো প্রার্থণা।
Leave a Reply