ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল আটক হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর লঞ্চঘাট থেকে থানার এসআই নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বখাটে শিমুলকে আটক করে।।
এর আগে ওই ঘটনার অভিযুক্ত নারীসহ ৩ জনকে আটক হয়েছে। আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২) । এর মধ্যে থানা পুলিশ রোববার রাতে লিপি বেগমকে এবং ইজাজ ও সাব্বিরকে সোমবার সকালে আটক করে। এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার চাঁদপুরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নে রোববার স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করে। ।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, আমরা মামলার সকল আসামীকে আটক করতে সমর্থ হয়েছি।
Leave a Reply