চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর শহরের বিষ্ণুদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের রহস্য জনক মৃত্যু হয়েছে।
জানাযায়, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (৪৯) প্রতি দিনের ন্যায় ২৬ জানুয়ারী সকাল ৯ টার দিকে বাসা থেকে বের হয়ে কর্মস্থল বিষ্ণুদী আজিমিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলে পরিবারের পক্ষ থেকে তাঁকে বহুবার ফোন করা হলেও অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স না পাওয়ায় চারদিকে তল্লাশী শুরু করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা উক্ত বিদ্যালয়ে গিয়ে খোঁজে তাকে বিদ্যালয় বিল্ডিংয়ের ৩য়তলার একটি বন্ধ রুম থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।
পাশাপাশি ঐ রুম থেকে কীটনাশক জাতীয় ৩ টি খালি বোতল উদ্ধার করা হয়। দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। পুনরায় তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং হাসপাতালে এসেছি, দেখা যাক, পরে কথা বলবো।
Leave a Reply