ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। ফেনীর ছাগলনাইয়ায় ডিবি পুলিশ ও র্যাব-৭ যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জাফর আহম্মেদ মিন্টু (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ ২৬ জানুয়ারি রাত ৭টার পর ডিবি পুলিশ ও র্যাব ৭ ফেনী ছাগলনাইয়া রাস্তার পাঠান নগর বাজারে যাত্রী ছাউনী সামনে গাড়ি তল্লাশিকালে একটি রড ভর্তি ট্রাক গাড়ী নং (ঢাকা মেটো ১৬-৯৫৯২) থেকে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। এসময় ছাগলনাইয়া থানার বাশপাড়া নদীর কুল (রেজু মিয়ার বাড়ী) এলাকার জাফর আহম্মেদ মিন্টু (৬০)কে আটক করা হয়।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বদরুল আলম মোল্লার সার্বিক তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এই আটকের বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply