চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া আড়ং বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রো-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জনের মৃত্যু হয়ছে।
নিহতরা হলেন, মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে সিএনজি চালক জসিম উদ্দিন (৫০)। অপর নিহতরা হলেন চাঁদপুর শহরের পুরান বাজার লাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী(২৮), চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার আজিম জামানের মেয়ে নুপুর (১৪) ও ৭০ বছর বয়সী অজ্ঞাত মহিলা।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া চাঁদপুর জানান, ঘটনাস্থল থেকে চালক জসিম উদ্দিন মোল্লার লাশ উদ্ধার এবং ধুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রো ও সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।অপর তিনজনের লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।
Leave a Reply