ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় পরলোকগমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ সগচ্ছতু)।
৫ দশকের সাংবাদিকতা জীবনে শংকর চন্দ্র দে ছিলেন একজন সৎ, নির্ভিক সাংবাদিক। অতি বিনয়ী এ মানুষটি ছোট বড় সবার কাছে ছিলেন প্রিয় মানুষ।
চাঁদপুর মহাশ্মশানে অত্যেষ্ট্রিক্রীয়ার পূর্বে শবদাহ শহরের শ্রীশ্রী কালী বাড়ি মন্দিরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শবদাহে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন ফোরামসহ বিভিন্ন সামাজি ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায়।
Leave a Reply