ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। মন্দির ও মন্ডপে সকাল থেকেই পূজারীরা বিদ্যার দেবী সরস্বতীর পায়ে অঞ্জলি প্রদানে ভক্তদের ভীরে মন্দির প্রাঙ্গণগুলো ভরে ওঠে। প্রতিষ্ঠিত মন্দির ছাড়াও শহরের ও গ্রামের পাড়া মহল্লায় সরস্বতী পূজা বেশ জামজমকের সাথে করে থাকেন বিদ্যার্থীর। দিনের শুরু মন্দির ও মন্ডপে নতুন পোষাকে ও নবসাজে সজ্জিত হয়ে সকল বয়ষের নারী পরুষ শিশুদের পদরচারনায় মুখরিত হয়ে মন্দির প্রাঙ্গণগুলো।
চাঁদপুর শহরের কালী বাড়ি মন্দির, শ্রী রামকৃষ্ণ আশ্রম, শ্রীশ্রী গোপাল জিউড় আখড়া, গুয়াখ্লো কুন্ডের বাড়ি, নতুনবাজারের পালপাড়া শীতলা মায়ের মন্দির, পুরানবাজারের হরিসভা মন্দির এসকল মন্দির ছাড়াও শহরের প্রতিটি পাড়া মহল্লার আনাচে কানাচ্ছে বেশ আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে দেবী সরস্তী পূজা হচ্ছে।
দিনে মন্দির ও মন্ডপে দেবীকে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে সকল বষয়ী ভক্তরা মন্দিরে প্রতীমা দর্শণে মন্দির ও মন্ডপগুলো পরিক্রমা করবেন। দৃষ্টিনন্দন করে সাজানো প্যান্ডেল ও আলোকসজ্জায় ফুিটিয়ে কোলা হয়েছে প্রতিটি পূজা মন্ডপ। এছাড়ার মন্ডপে মন্ডপে রয়েছে সাউন্ড সিন্টেম।
Leave a Reply