চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে আটক করেছে। গতকাল ২ মার্চ বুধবার দুপুর ১টার পরে নৌ পুলিশের উপ পরিদর্শক বাবুল বালা গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনা করে। এ সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানা নদিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাম্মদ শাহানা বেগম (৬০)কে ৭ কেজি গাঁজাসহ আটক করে। কালো স্কুল ব্যাগে বহন করে এ নারী মাদক নিয়ে যাচ্ছিল।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা বাবুল বালা জানান, লঞ্চ টার্মিনালের গেইটের ভিতরে মিজান বাবুর্চির টি স্টলের সামনে মাদক নিয়ে সন্দেহ জনক ভাবে ঘুরা ঘুরি করা অবস্থায় সন্দেহ হলে তাকে আমরা আটক করতে স্বক্ষম হই। উদ্দারকৃত গাঁজার অনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজা টাকা। এ ব্যাপারে উপ পরিদর্শক বাবুল বালা বাদী হয়ে ২০১৮ সালের৩৬ (১)এর ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply