চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (১৯২১-২০২১) শতবর্ষ উৎযাপন ও প্রাক্তণ ছাত্রীদের পূর্ণমিলনী উপললক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ শনিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রস্তুতি সভায় ষাট, সত্তর, আাশিক দশক বিভিন্ন দশকের ছাত্রীরা উপস্থিত হয়। সভায় ভিন্ন মাত্রা যোগ করে ১৯৬৪ সালে বিদ্যালয়ে পড়ুয়া ৫ ছাত্রের একজন আইনজীবি বিনয় ভূষণ মজুমদারের উপস্থিতি।
বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপলক্ষে প্রস্তুতি সভায় প্রাণ কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রী লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তণ প্রধান শিক্ষক ছায়া পেদ্দার, প্রাক্তণ শিক্ষার্থী অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, হাসান আলী ও মাতৃপীঠের সাবেক শিক্ষক মায়া মজুমদার, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাক্তণ ছাত্রী সুলতানা ফেরদৌসি, রয়মেনেছ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন মেরি, হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, প্রাক্তণ ছাত্রী তৃপ্তি সাহা, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি মনিরা আক্তার।
সভায় উপস্থিত সকলের উপস্থিতিতে তৃপ্তি সাহাকে আহবায়ক ও মনিরা আক্তারকে
সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চন্দনা মজুমদার, প্রশিকা সরকার, নুপুর বিশ্বাস, ঝুমুর বিশ্বাস, সিগমা হাসান কনক, লিপি বিশ্বাস, জেসমিন আক্তার, মাহবুবা আক্তার অনুশীলা সেন, ফারহানা রুমি, জেসমিন আক্তার জেমি, ফরিদা আক্তার, রোকসানা আক্তার, রাশেদা আক্তার, জোবায়েদা জোয়া, তাসনিয়া আকতার দ্রুতি, জোবায়েদা জোয়া প্রমূখ।
Leave a Reply