চাঁদপুর প্রাতনিধি ।। চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় ফলের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আড়ত মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় । এছাড়াও পার্শ্ববর্তী আরো চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকরা মিলে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পানি ও বালু ছিটিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অল্পের জন্য প্রায় অর্ধ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
Leave a Reply