চাঁদপুরে অবৈধ ১১ ড্রেজার-বাল্কহেড জব্দসহ আটক ২২,
আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান
চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর পদ্মা-মেঘনায় অপরিকল্পিত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। অভিযানের প্রথম দিনে নদীতে বালু কাটার কারনে ১১টি ড্রেজার-বাল্কহেড জব্দসহ ২২ জনকে আটক করেছে জেলা ট্রাক্সফোর্স। বুধবার সকাল থেকে দিনব্যাপী চাঁদপুর জেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন: চাঁদপুর সদর উপজেলার কানুদি এলাকার মোঃ এমরান (২৫), নোয়াখালী জেলার কমলনগর থানার মোঃ মনির হোসেন, ভোলা জেলার দৌলত খান থানার মোঃ সোহেল (২৪), লক্ষীপুর জেলার রামগতি থানার হুমায়ন কবির (২৫), লক্ষীপুর জেলার রামগতি থানার জেলার সোহেল (৩০), লক্ষীপুর জেলার রামগতি থানার মোঃ মামুন (২২), বরিশাল জেলার রামগঞ্জ থানার মোঃ সামীম (২২), পিরোজপুর জেলার বলদিয়া এলাকার মোঃ তরিকুল ইসলাম (২৯), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোঃ নুরু মিয়া (২৭), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোঃ জয়নাল আবেদীন (৩০), পটুয়াখালী জেলার দুমকী থানার সুজন (২৪), বরিশাল জেলার বালেরগঞ্জ উপজেলার মোঃ জাকির হোসেন (৫০), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মোঃ ওমর ফারুক (৪০), পটুুযাখালী জেলার দুমচী উপজেলার মোঃ নজরুল ইসলাম (৫০), পিরোজপুর জেলার নেহারাবাদ থানার মোঃ এনায়েত করিম (৪০), পিরোজপুর জেলার বলদিয়াডুবী গ্রামের মোঃ তরিকুল ইসলাম (২৯), ভোলা জেলার দৌলতমান উপজেলার মোঃ সবুজ (২৫) ও নেত্রকোনা জেলার মদনা থানার মোঃ মাইকেন (২০), বরিশাল জেলার সেহেদীগঞ্জ থানার মোঃ হামীম (২২)।
আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে ৩ মাসের কারাদন্ড ও ১৫ জনকে ৬ মােরে কারদন্ড প্রদান করা হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সাজা থেকে অব্যাহতি প্রদান করে ভ্রাম্যমান আদালত।
কাগজপত্রবিহীন অবৈধ উপায়ে বালু উত্তোলনকালে এমভি কাজী , মা বাবার স্মৃতি ও বিশ্ব নবী নামে ৩টি ড্রেজার নদীতে বালু উত্তোলন করছিলো। নদী থেকে উত্তোলিত বালু বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে বিভিন্নস্থানে পৌছে দিচ্ছে। বালু পরিবহনে ব্যবহৃত অনেক বাল্কহেডের কোন বৈধ কাগজপত্র নেই।
আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে চাঁদপুর সদর এসিল্যান্ড মোহাম্মদ হেলাল চৌধুরী বিভিন্ন মেয়াদে সাজা দেন এবং বাল্কহেড ও ড্রেজারগুলো জব্দ করে নৌ থানার তত্ত্বাবধানে দেয়া হয়।
এবিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, আটককতদের ভ্রামম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান শেষে রাত সাড়ে ৯টায় জেলা হাজতে প্রেরণ করা হয়।জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেডগুলো নৌথানার হেফাজতে রয়েছে
Leave a Reply