ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। অসাধ্য যেন কিছুই নয়, সবাইকে তাক লাগিয়ে ৪০তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নরসিংদীর ছেলে মোহাম্মদ আব্দুল হাকিম। অদম্য হাকিম ২০১৩ সালে পুলিশ কনস্টেবল হিসাবে যোগদান করেন।
বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়াটা স্বপ্নের মতোই! আর এই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করলেন মোহাম্মদ হাকিম। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সঙ্গে লড়াই করে চাকরির পাশাপাশি প্রস্তুতি নিয়ে বিসিএসের পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার স্বপ্নটা বাস্তবে রূপ দিয়েছেন আব্দুল হাকিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রশংসায় মেতেছেন সাধারণ মানুষ। এমন অদম্য মেধাবীরা হতে পারে এ সমাজের অনুপ্রেরণা।
Leave a Reply