চাঁদপুর প্রতিনিধি ।। সারাদেশের ন্যায় চাঁদপুরেরও ১লা বৈশাখ উপলক্ষ্যে চাঁদপুরে বর্ণঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগড়িতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জণ করে। সকাল ৮টায় শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শোভাযাত্রা শেষে শহরের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে সংগীত অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগড়িতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জণ করে। জেলা প্রশাসকসজ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষাপীতণ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত ছিলেন।
Leave a Reply