ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী নুরুল আমিন মুন্নাসহ বিভিন্ন মামলার ২১ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক ও ৭টি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল চারটার দিকে কক্সবাজার সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা পুলিশের এ বিশেষ অভিযানে প্রথম ধাপে ১২ জন ও পরে শুক্রবার আরও ২১ জনকে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply