চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের শাহরাস্তিতে ৬ কেজি গাঁজাসহ মোঃ সাদ্দাম হোসেন (২৯) ও আব্দুল কুদ্দুস (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশের পৃথক দুটি অভিযানে এ দুই জনকে মাদকসহ আটক কর হয়।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বানিয়াচৌ ইব্রাহীমের দোকানের সামনে থেকে শাহরাস্তি উপজেলার সুরসই এলাকার মোঃ সাদ্দাম হোসেন (২৯) কে ২ কেজি গাঁজা ও চাঁদপুর-কুমিল্লা আঞলিক সড়কে রিলাক্স বাসে তল্লাশি করে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ৩নং কয়লাঘাট এলাকার আব্দুল কুদ্দুস (৩৮) কে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
শাহরাস্তি থানার এসআই মহিউদ্দিন আহমেদ ও এসআই রোকন উদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্স এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply