চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ৯ এপ্রিল একটি মিথ্যা মামলায় জেলে প্রেরণ করা হয়। শীঘ্রই মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনন্যথায় চাঁদপুরকে অচল করে দেওয়া হবে। আপনারা সকলে একত্রিত হোন বৃহত্তর আন্দোলনের জন্য। এসরকার মামলা হামলা করে বিএনপিকে দমিয়ে রাখতে চায়।
Leave a Reply