চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সম্পত্তিগত বিরোধের জের ধরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক মো. কামরুল হাসান রতন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগধাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের মরদেহ বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, নিহত রতনের সঙ্গে তার দুলাভাইয়ের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। সেটার রেশ ধরে মঙ্গলবার বিকেলে রতনের দুলাভাই তাকে ছুরিকাঘাত করে।
পরিবারের লোকজন তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।
Leave a Reply