চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পাতিবার চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, যিনি আজকের এ অনুষ্ঠানের আয়োজনে করেছেন, আমারদরকে দাওয়াত দিয়েছেন তার প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাই। এখানে আজকে বীর মুক্তিযোদ্ধাসহ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রশাসনিক ব্যাক্তিবর্গসহ উপস্থিত সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর (অঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সংসদ সদস্য শফিকুর রহমান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী।
অনুষ্ঠানে এছাড়ার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply