চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চাুলয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ ফয়সাল (২৯) নামে এক মাদক কারবইরকে আটক করেছে।
বৃহস্পাতবার (২১ এপ্রিল) রত ১১টায় সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের সত্তর মিজি বাড়ীর সামনে থেকে একই এলাকার মোঃ ফয়সাল (২৯) কে ১০০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে।
ডিবি পুলিশের এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। আটককৃতের বিরুদ্ধে
চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply