চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের সাবিনা ইয়াসমিন খ্যাত কণ্ঠ শিল্পী তাহমিনা হারুনের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। চাঁদপুর শহরের ঢালীঘাট এলাকার “তাহমিনা হারুন স্বপ্ন বিলাসে” মিলাদ, দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ এপ্রিল শুক্রবার বিকালে এ মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ এপ্রিল তাহমিনা হারুন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাহমিনা হারুন চাঁদপুর শহরে জনপ্রিয় কণ্ঠ শিল্পী ছিলেন। তাকে সবাই সাবিনা ইয়াসমিন বলে ডাকতো। এমন গুণী শিল্পী চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে এক বছর পূর্বে শোকের সমুদ্রে ভাসিয়ে চলে যাবে কেউ তা মানতে পারেনি।
তাহমিনা হারুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমা তাহমিনা হারুনের বড় ভাই মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দীন।
তাহমিনা হারুনের প্রথম মৃত্যু বার্ষিকীর মিলাদ, দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, অনন্যা নাট্য গোষ্ঠী ও চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক মৃনাল সরকার, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদিন জনু, নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, পলাশ মজুমদার, কৃষ্ণ গোপাল সরকার, চিত্র শিল্পী মনির হোসেন মান্না, মরহুমার পুত্র আফজাল রশিদ শান্ত, ফয়সাল রশিদ শাওনসহ চাঁদপুর শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে বৈরি আবাহাওয়ার মাঝে ও কয়েকশত মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।
Leave a Reply