চাঁদপুর প্রতিনিধি ।। ইফতারির সময়ে জামাইয়ের হামলালার শিকার হলেন শ্বশুড় ও শ্যালক। শরীয়তপুর জেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন উত্তর তারবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন (৫৫), শ্যালক জসিম (৩০) ও জামাই জয়নাল (৩৫)। জামাাই ও শ্যালক আহত করে জামাই জয়নাল নিজে নিজেকে বাটাই দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনার পর আহত সকলকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপতালে নিয়ে আসে আত্মীয় স্বজন।
গুরুত আহত দেলোয়ার হোসেন ও জসিম বলেন, ইফতারের সময় ঘরে ঠুকে জয়নাল বাটাইল দিয়ে আমাদের উপর হামলা চালায়। এর আগে সে আমার মেয়েকে অনেক মারধর করায় আমারা নাতিকে বাড়িতে নিয়ে আসি। কোন কিঠু না বলেই সে আমাদের উপর্্তিার করার সময় হামলা করে। আমরা হাসপতালে আসার অনেক পর দেখি জামাই জয়নাল হাসপাতালে। সে কাঠ মিস্ত্রীর কাজ করে আমাদের ঋপর হামলা করে সেই বাটাইল দিয়ে নিজেকে কুপিয়ে এখন হাসপতালে এসেছে।
এ বিষয়ে আহত শ্বশুড় ও শ্যালককে নিয়ে আসা স্পিড বোর্ড চালক মন্টু প্রধানিযা জানান, সন্ধ্যায় ৭টার দুইজনকে আমি চাঁদপুর হাসপালে নিয়ে আসি। আমার বোর্ডে জামাই জয়নাল আসেনি আসেনি। আমরা আসার অনেক পরে অন্য একটি বোর্ডে জয়নাল আসে।
চাঁদপুর সরকারি হাসপাতালে আহত রোগীদের আসার খবর পেয়ে মডেল থানার এসআই শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স আসে।
Leave a Reply